Thank you for trying Sticky AMP!!

বিল গেটস

বিশ্বকে বদলে দেবে চ্যাটজিপিটি

প্রযুক্তি দুনিয়ার এখন সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের বিশ্বাস, চ্যাটজিপিটি ইন্টারনেট আবিষ্কারের মতোই গুরুত্বপূর্ণ। চ্যাটজিপিটি পুরো বিশ্বকে বদলে দেবে। জার্মান দৈনিক হ্যান্ডেলস্লাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন গেটস।

Also Read: চ্যাটজিপিটি প্লাসে যে বাড়তি সুবিধা পাওয়া যাবে

সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘এখন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা পড়তে ও লিখতে পারলেও বিষয়বস্তু বুঝতে পারে না। চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলো ইনভয়েস (চালান) বা চিঠি লেখার পাশাপাশি কর্মক্ষেত্রের অনেক কাজ আরও দক্ষভাবে করতে সহায়তা করবে। এটি আমাদের বিশ্বকে বদলে দেবে।’

Also Read: চ্যাটজিপিটি গুগলকে ধ্বংস করতে পারে

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাজারে আসা চ্যাটজিপিটি যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে। নির্ভুল শব্দচয়ন এবং ভাষা ব্যবহার করায় চ্যাটজিপিটির লেখা মানুষের মতোই হয়ে থাকে। আর তাই এরই মধ্যে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের বিং সার্চ ইঞ্জিন ও এজ ব্রাউজারে যুক্ত করেছে মাইক্রোসফট। শুধু তা–ই নয়, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: রয়টার্স

Also Read: টিকটককে পেছনে ফেলল চ্যাটজিপিটি