Thank you for trying Sticky AMP!!

প্রধান কার্যালয়ে থাকা পাখির ভাস্কর্যটি বিক্রি করে দিয়েছে টুইটার

১ কোটির বেশি টাকায় বিক্রি হলো টুইটারের কাঠের পাখি

খুদে ব্লগ লেখার সাইট টুইটারের কথা উঠলেই চোখের কোণে ভেসে ওঠে নীল রঙের পাখির ছবি। আর তাই নিজেদের পরিচয় জানান দিতে লোগোতে থাকা পাখির আদলে কাঠের ভাস্কর্য তৈরি করেছিল টুইটার। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের প্রধান কার্যালয়ে থাকা ভাস্কর্যটিই নিলামে এক লাখ ডলার বা এক কোটি পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

Also Read: কর্মী ছাঁটাইয়ের জের, কপিরাইট নীতিমালা ভেঙে পড়েছে টুইটারে

সম্প্রতি নিজেদের কার্যালয়ের থাকা ব্যবহৃত বিভিন্ন পণ্য ও আসবাব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় টুইটার। এরই ধারাবাহিকতায় নিলামে বিক্রি করা হয় টুইটারের লোগোর আদলে তৈরি নীল রঙের পাখির ভাস্কর্যটি। নিলামে অন্য পণ্যগুলোর দাম তুলনামূলক কম উঠলেও পাখির ভাস্কর্যটি বেশ চড়া দামে বিক্রি হয়েছে।

Also Read: ইলন মাস্কের বদলে কে হতে পারেন টুইটারের প্রধান নির্বাহী

টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই গণহারে কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। তাঁর বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি জনপ্রিয় তারকারাও টুইটার ছেড়েছেন। শুধু তা-ই নয়, বিজ্ঞাপনদাতারা মুখ ফিরিয়ে নেওয়ায় টুইটারের আয়ও কমে গেছে।
সূত্র: বিবিসি