
শারীরিক সুস্থতার পাশাপাশি প্রয়োজন মানসিক সুস্থতা। তাই মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে অ্যাপ চালু করেছে মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র মনের বন্ধু। অ্যাপটির নামও মনের বন্ধু। এটি গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে নামানো যাবে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এক অনুষ্ঠানে অ্যাপটি উন্মোচন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘মানসিক অসুস্থতা মানে পাগল নয়। এ জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। মনের বন্ধু মানসিক স্বাস্থ্যসেবা সারা দেশে ছড়িয়ে দিয়েছে। আশা করি, তা মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, ‘স্মার্টনেস মানে ভালো পোশাক নয়, স্মার্ট মানে মনে-জ্ঞানে, বুদ্ধিতে এবং চিন্তায় উন্নত হওয়া। অন্যের আনন্দে নিজেকে শামিল করতে হবে। এতে নিজের দুঃখ–কষ্ট ভুলে থাকা যায়। সব সময় হাসিমুখে থাকার চেষ্টা করতে হবে। জীবনে ভালো–মন্দ যা-ই আসুক না কেন, সত্যকে গ্রহণ করতে হবে। জীবন অনেক সুন্দর। তাই আমাদের প্রতিদিন উপভোগ করতে হবে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, ‘আইডিয়া প্রকল্পের বিনিয়োগ পেয়ে মনের বন্ধু আজ এত দূর এসেছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা চাই, মনের বন্ধু আমাদের সঙ্গে সব সময় কাজ করবে।’
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, ‘স্টার্টআপ বাংলাদেশ নতুন উদ্যোগের পাশে থেকেছে সব সময়। প্রযুক্তি খাতে তরুণদের এগিয়ে নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে স্টার্টআপ বাংলাদেশ। হাঁটি হাঁটি পা পা করে মনের বন্ধু বর্তমানে দেশের অন্যতম সেরা স্টার্টআপ প্রতিষ্ঠান। অ্যাপ চালুর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এখন সহজে মনের বন্ধুর মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
মনোরোগ চিকিৎসক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আহমেদ হেলাল বলেন, ‘মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। শুধু শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারব না। তাই মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।’
অভিনেত্রী অপি করিম বলেন, ‘মনের বন্ধু থেকে আমি প্রতিদিন মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন জিনিস শিখি। যা আমাকে মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি ভ্যান নিগায়েন, চিরকুট ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি, নেদারল্যান্ডস দূতাবাসের জ্যেষ্ঠ নীতিমালা পরামর্শক মাশফিকা জামান প্রমুখ।
অনুষ্ঠানে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা জানান, মনের বন্ধু একটি মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখানে সব ধরনের মানসিক, সামাজিক, পারিবারিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মনোবিদেরা। সব ধরনের গোপনীয়তা বজায় রেখে সেবা নেওয়ার সুযোগ থাকায় ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩১ হাজার মানুষ মনের বন্ধুর মাধ্যমে সরাসরি ও অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন। পাশাপাশি গত ৫ বছরে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অনলাইনে প্রায় ৪০ লাখ মানুষকে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছে মনের বন্ধু।