হাতের তালু স্ক্যান করে খাবারের দাম দেওয়া যাবে
হাতের তালু স্ক্যান করে খাবারের দাম দেওয়া যাবে

গ্যাজেটস

হাত দেখিয়েই দেওয়া যাবে খাবারের দাম

মনের ভুলে মানিব্যাগ, স্মার্টফোন, ডেবিট বা ক্রেডিট কার্ড ঘরে ফেলে এলেও সমস্যা নেই আর। হাতের তালু স্ক্যান করেই দেওয়া যাবে খাবারের দাম। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাবারের দোকানে এ সুবিধা মিলবে।

নিজেদের ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তি কাজে লাগিয়ে হাতের তালু স্ক্যান করে অর্থ পরিশোধের এ সুযোগ চালু করেছে অ্যামাজন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬৫টি খাবারের দোকানে এ সুবিধা চালু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানটি।

হাতের তালু স্ক্যান করে অর্থ পরিশোধের জন্য প্রথমেই ‘অ্যামাজন ওয়ান’ নামের অর্থ বিনিময়সেবায় নিবন্ধন করতে হবে। এরপর ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যসহ হাতের তালু স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট দোকানে থাকা স্ক্যানারের ওপর হাতের তালু রাখলেই অর্থ পরিশোধ হয়ে যাবে।
সূত্র: দ্য ভার্জ