সারাহ্‌র ‘শর্মা দামাস্কো’ | তোমার মাঝেই আছে আলো | পর্ব-০৩

এমন অনেক নারী আছেন যাঁরা সংগ্রামের পথে এসে থমকে যান নানা প্রতিবন্ধকতায়। জীবনে নেমে আসে প্রতিকূলতার অন্ধকার। আর তাঁদের আলো হয়ে পথ দেখায় সিটি ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট 'সিটি আলো'। এমনই কয়েকজন আলোকিত নারী উদ্যোক্তার গল্প নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন: তোমার মাঝেই আছে আলো।

এ পর্বে শুনুন 'শর্মা দামাস্কো'র স্বত্বাধিকারী সারাহ্‌ মোবাশ্বেরার গল্প। বিস্তারিত ভিডিওতে...