বাবার কথা মনে পড়লেই কষ্ট হয়, তিনি আমার সুখ দেখতে পারলেন না : ফাল্গুনী সাহা | কঠিন কিছুই না–৯

বরিশালে জন্ম তাঁর। দুর্ঘটনায় দুই হাতেরই কব্জি পর্যন্ত ফেলে দিতে হয়। শারীরিক এই সীমাবদ্ধতাও জীবনের লক্ষ্য পূরণে থামাতে পারেনি তাঁকে। একসময় স্বজনেরা তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলতো—কীভাবে বড় হবে, কীভাবে জীবনযাপন করবে, লেখাপড়াটা করবে কী করে ইত্যাদি।

ফাল্গুনী সাহার সংগ্রাম ও সফলতার গল্প জানতে দেখুন ভিডিওটি…

#বিজ্ঞাপন_বার্তা