<p>স্বামী তাঁকে রেখে চলে যান। ছোট দুই সন্তান নিয়ে যেন অকূলে পড়েন তিনি। কিন্তু হার মানেননি। লড়াই করে নিজেই নিজের পথ তৈরি করেন ফিরোজা খাতুন। তাঁর এই দিনবদলের স্বপ্নপূরণে কীভাবে পাশে ছিল বাংলালিংক? জানতে দেখুন ভিডিওটি…</p>