গান-কবিতায় বর্ষাযাপন: পর্ব–১ | ইস্পাহানি মির্জাপুর বর্ষাযাপন ১৪৩২

গান আর কবিতা ছাড়া বর্ষার আয়োজন যেন ফিকে। বর্ষা ১৪৩২ উপলক্ষে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন: গান-কবিতায় বর্ষাযাপন।

এ পর্বে—

গান শুনিয়েছেন

বাপ্পা মজুমদার, সংগীতশিল্পী

আবৃত্তি ও উপস্থাপনায়

আনিসুল হক, কবি ও কথাসাহিত্যিক