স্কুলে একজন শিক্ষার্থীর হঠাৎ পিরিয়ড হলে কী করবে?

ভয়, সংকোচ আর বিপাকে পড়ার কারণে পিরিয়ডের সময় অনেক শিক্ষার্থীকেই স্কুলে অনুপস্থিত থাকতে দেখা যায়। যা তাঁদের পড়ালেখায় সৃষ্টি করে এক ধরনের বিপত্তি। যদি স্কুলেই থাকে ভেন্ডিং মেশিন?

এসিআই ফ্রিডম নিবেদিত 'সুস্থ থাকি, স্বাধীন থাকি'র শীর্ষক বিশেষ আয়োজনে আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিয়ে জানিয়েছে তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা...