গ্রাম-বাংলার বর্ষা যেন এক জীবন্ত কবিতা | ইস্পাহানি মির্জাপুর বর্ষাযাপন ১৪৩২
গ্রামে বর্ষা মানেই এক ভিন্ন আমেজ—টিনের চালে বৃষ্টির ফোঁটার শব্দ, কিশোর-কিশোরীদের ছোটাছুটি, নদী-নালায় ফুটে থাকা শাপলা-শালুক কিংবা গাছে গাছে কদম। বর্ষায় গ্রাম-বাংলা যেন আরও জীবন্ত, আরও আপন।