ঐতিহ্যবাহী ও উৎসবের অনন্য রেসিপি ‘চিংড়ির মালাইকারি’র মজাদার ফিউশন তৈরি করেছেন শেফ কাকলী এবং শেফ আসাদ।
মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় 'স্টার শিপ ফিউশন কিচেন : সিজন–২’–এর দ্বিতীয় পর্ব দেখে নিন এখনই...।
পর্বটি দেখে তৈরি করুন নতুন কোনো ফিউশন রেসিপি। সেটির ভিডিও বা ছবি জমা দিন এই ভিডিওর কমেন্ট সেকশনে বা www.starshipfusionkitchen.com ওয়েবসাইটে অথবা পাঠিয়ে দিন starship.soyabean.oil@gmail.com মেইলে ।
প্রতি পর্বের সেরা দুজন রেসিপিদাতা পাবেন ‘স্টার শিপ ফিউশন শেফ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। বিজয়ীদের জন্য রয়েছে মোট ৪০ লাখ টাকা পুরস্কার।
*এই পর্বটি প্রচারের ৭ দিনের মধ্যে আপনার তৈরিকৃত ফিউশন ডিশের ভিডিও/ছবি জমা দিন।