যেকোনো কাজ ভালোবেসে ও দায়িত্ব নিয়ে করলে তা সবার নজরে আসতে বাধ্য : মাজিদা বেগম | কঠিন কিছুই না–৪

ময়মনসিংহের একটি অজপাড়া গাঁয়ে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা তাঁর। সংসারে অভাব থাকলেও মা-বাবা তাঁর লেখাপড়া বন্ধ করেননি। মাধ্যমিক পাশ করার পর প্রতিবেশীরা তাঁর বাবাকে বলেছিল, ‘মেয়ের বিয়ে দিয়ে দেন’। বাবা শোনেননি তাঁদের কথা।

মাজিদা বেগমের জীবন–গল্প জানতে দেখুন ভিডিওটি…

#বিজ্ঞাপন_বার্তা