কেউ ভোট ডাকাতি করতে আসলে রুখে দিতে হবে: জামায়াতের আমির

এবারের নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে, রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ২৩ জানুয়ারি দুপুরে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় চিনিকল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি আহ্বান জানান। উত্তরবঙ্গকে ইচ্ছা করেই পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বন্ধ হয়ে যাওয়া চিনিকল আবার খোলা হবে।