একটা ব্যক্তির ইচ্ছার জন্য সংবিধান কয়েকবার সংশোধন করা হয়েছে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এত বড় গণ-অভ্যুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছি না, এটি দুঃখজনক। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের ‘সাংবিধানিক সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।