মশা নিধনে তানিমের দেশীয় যন্ত্র, আড়াই বছরের চেষ্টায় দেখল আলোর মুখ

মশার উপদ্রবে অতিষ্ঠ হননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এ সমস্যা সমাধানে মশা মারার যন্ত্র বানিয়েছেন আশিকুর রহমান তানিম। কীভাবে আমাদের সাহায্য করতে পারে যন্ত্রটি, তৈরি করতে কত সময় লেগেছে বা পাওয়া যাবেই–বা কোথায়, সেসব জানতে দেখুন ভিডিও প্রতিবেদন, জানুন বিস্তারিত।