অসুস্থ প্যাঁচা, ঘুঘু, কচ্ছপ আর শিয়ালকে চিকিৎসা দিয়ে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছে মানুষ

একটি খোঁড়ুলে প্যাঁচা, একটি দেশি তিলা ঘুঘু , একটি কচ্ছপ আর একটি খেঁকশিয়াল অসুস্থ হয়েছে নানাভাবে। কোনোটি উদ্ধার হয়েছে চিত্রা নদী এলাকা থেকে, কোনোটি পাওয়া গেছে বনের কাছে। তবে এখন ওরা নিরাপদে আছে। ওদের ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃতিতে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে