সকালে আপনার দিনের শুরু হয় এক কাপ গরম মিষ্টি চায়ে? কিন্তু ভাবুন তো, যদি চায়ে চিনির বদলে মেশানো হয় লবণ? শুনতে অদ্ভুত লাগলেও দিনাজপুরের বিরামপুরে রয়েছে এমন ৩৩টি পরিবার, যারা গত ছয় দশক ধরে এই নোনতা চা দিয়েই দিন শুরু করে। আর চায়ের সঙ্গী? শুধুই মুচমুচে চালভাজা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...