তিন স্তরবিশিষ্ট আকিজবশির কেব্‌ল ১০৫ ডিগ্রি সেলসিয়াস তাপ সহনশীল: মোহাম্মদ ওমর ফারুক

আকিজবশির কেব্‌লসের সহযোগিতায় এবং প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: নিরাপদ ভবন নির্মাণে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে আকিজবশির কেব্‌লসের গুণমান সম্পর্কে জানান আকিজবশির এনার্জি লিমিটেডের হেড অব বিজনেস (কেব্‌ল অপারেশন) মোহাম্মদ ওমর ফারুক।