দেশ ছেড়ে বাইরে যাওয়ার ইচ্ছা কখনো মাথায় আসেনি: তানযীর তুহীন

৫১ বছর পূর্ণ করলেন গায়ক তানযীর তুহীন। ভক্তদের কখনো উপহার দিয়েছেন ‘হাসিমুখ’, কখনো দিয়েছেন ‘আভাস’। ‘শিরোনামহীন’ ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা, ‘আভাস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শ্রোতানন্দিত এই গায়ক ২৬ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। দেখুন ভিডিওতে-