আমার মেয়ের যেন আমার মতো কষ্ট করতে না হয়, সেই চেষ্টাই করছি : প্রমীলা মিস্ত্রি | কঠিন কিছুই না–৬

খুলনার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের অতিদরিদ্র অঞ্চলে তাঁর জন্ম। অভাব-অনটনের মধ্যেই বড় হয়েছেন। স্কুলে যাওয়াও শুরু করেছেন কিন্তু পড়ালেখা শেষ করতে পারেননি। কারণ লেখাপড়ার চেয়ে ক্ষুধা মেটানোই ছিল তাঁর পরিবারে সবচেয়ে বড় লড়াই।

প্রমীলা মিস্ত্রির অভাবকে জয় করার গল্প জানতে দেখুন ভিডিওটি…

#বিজ্ঞাপন_বার্তা