বিদেশে পড়াশোনা মানে শুধুই ডিগ্রি অর্জন নয়। নিজেকে নতুনভাবে তৈরি করা, বড় স্বপ্ন দেখা। কিন্তু সেই স্বপ্ন পূরণের শুরুটা করার জন্য কী কী প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন ডকুমেন্ট প্রয়োজন? এসব বিষয় নিয়ে প্রথম আলো ডটকমের আয়োজন ‘গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড বিদেশে উচ্চশিক্ষা: প্রস্তুতি, সুযোগ ও সম্ভাবনা’।
অতিথি
ইরফান মিজান খান
পরিচালক (অপারেশনস্), গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড
উপস্থাপনা
রুহাণী সালসাবিল