<p>রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন পরিচয়—ডক্টর। সম্প্রতি তিনি সফলভাবে পিএইচডি থিসিস শেষ করেছেন। নিজের ফেসবুকে এই সুখবর জানিয়ে মিথিলা আবেগঘনভাবে গর্ব প্রকাশ করেছেন।</p>