স্ত্রী–সন্তানসহ প্রাণে বাঁচলেন গায়ক

আগুন লেগেছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায়। ২২ মে সকালে তাঁর বনানীর বাসায় এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়ে তিনি লেখেন, আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।