কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৬ সিনেমা, বেশির ভাগই থ্রিলার

ঈদুল ফিতরের সিনেমা এখনো চলছে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি। মুক্তির অপেক্ষায় ছয়টি সিনেমা। ছবিগুলোতে কারা অভিনয় করেছেন, কার পরিচালয়নায় আর কাহিনিই–বা কী? সেসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…