<p>চিত্রনয়িকা পূজা চেরি শিশুশিল্পী হয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন। এরপর বড় পর্দায় নায়িকা হন তিনি। পেয়ে যান জনপ্রিয়তাও। পূজা চেরির শুটিংয়ে সব সময় মা ছায়া হয়ে পাশে থাকতেন।</p>