<p>রাজকীয় আয়োজনের মাধ্যমে প্রকাশ্যে আনা হলো ‘দ্য রয়্যালস’–এর ট্রেলার। ২২ এপ্রিল যশ রাজ ফিল্মস স্টুডিওতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাক্ষী তানওয়ার, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া, ভূমি পেড়নেকর, ঈশান খাট্টারসহ অন্য অভিনয়শিল্পীরা। </p>