নাগরিক বর্ষা মানেই নতুন করে বেঁচে ওঠা অজস্র গল্পের জন্ম | ইস্পাহানি মির্জাপুর বর্ষাযাপন ১৪৩২
শহরে বর্ষা মানে অবসরে বা কাজের ফাঁকে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক অথবা পিচঢালা পথে বৃষ্টিবিলাসে প্রিয়জনদের সঙ্গে মেতে ওঠা। নাগরিক জীবনে বর্ষা এনে দেয় এক ভিন্ন আমেজ।