তুষারঝড় ‘এল্লি’র আঘাত জার্মানিতে, থমকে গেছে জনজীবন

শক্তিশালী তুষারঝড় ‘এল্লি’র কবলে পড়েছে জার্মানির উত্তরাঞ্চল। উত্তর সাগর উপকূল থেকে শুরু করে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে, এতে থমকে গেছে জনজীবন। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে।