হিটলারের ‘অজানা ডায়েরি’: ইতিহাসকে প্রায় বদলে দেওয়া এক কেলেঙ্কারি

১৯৮৩ সালের এপ্রিল। জার্মান ম্যাগাজিন 'স্টার্ন' আর ব্রিটিশ সংবাদপত্র 'দ্য সানডে টাইমস' দাবি করে, শতাব্দীর সবচেয়ে চাঞ্চল্যকর এক ডায়েরির সন্ধান পেয়েছে তাঁরা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোটা ইতিহাসকেই বদলে দিতে পারে। কী ছিল সেই ডায়েরিতে? জানতে দেখুন ভিডিও...