ইসরায়েলের সামরিক জনবল–কাঠামো কি সত্যিই ভেঙে পড়ছে?

গাজায় টানা দুই বছরের আগ্রাসনের ফল এবার ইসরায়েলের নিজেদের ঘরেই। অবিরাম যুদ্ধ, কর্তৃপক্ষের ভুল নীতি আর কর্মকর্তাদের দায়িত্ব এড়ানোর প্রবণতা—সব মিলিয়ে এক গভীর সংকটে ডুবছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই বাহিনী। কীভাবে তৈরি হলো এই পরিস্থিতি? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—