ভেড়ার পশম থেকে পরিবেশবান্ধব জৈব সার উৎপাদন

ভেড়ার পশম নানা কাজে লাগলেও অনেক ক্ষেত্রেই তার ব্যবহার হয় না। ফলে এটি খামারিদের জন্য একটি বর্জ্য সমস্যা তৈরি করে। ক্রোয়েশিয়ার এক নারী ভেড়ার পশমগুলো কাজে লাগানোর উপায় খুঁজে বের করেছেন। ফেলে দেওয়া পশম থেকে তৈরি করছেন পরিবেশবান্ধব জৈব সার। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—