এবার ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্র পরিচালিত চ্যানেল প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর সন্ত্রাসমূলক হামলা চালানোর জন্য ইসরায়েল যেসব বিমানঘাঁটি ব্যবহার করেছে, প্রতিশোধ হিসেবে সেই ঘাঁটিগুলোয় হামলা চালিয়েছে ইরান। ইসলামিক বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে, কয়েক স্তরের পরিকল্পনা অনুসারে ক্রমাগত চলতে থাকবে এই অভিযান।