ইউটিউবের মাধ্যমে গ্রামের শিশুদের ইংরেজি শেখান ভারতের তামিলনাড়ুর এক স্কুলশিক্ষিকা ইভানজেলিন প্রিসিলা। প্রথম দিকে সহকর্মীদের সাহায্য পাননি তিনি। তাঁরা ওই শিক্ষককে ভিডিও বানাতে উৎসাহ দিতেন না। কিন্তু দমে যাওয়ার মানুষ ছিলেন না তিনি, চেষ্টা চালিয়ে যান। এখন তাঁর ‘এসো ইংরেজি বলি’ নামের ইউটিউব চ্যানেলটি অনুসরণ করেন প্রায় ১৮ লাখ মানুষ। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে #SocialWomen