১৭ বছর আগে পাকিস্তানের কাসুর জেলার এক ছোট্ট গ্রামে আইসক্রিম কিনতে ঘর থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিল ১০ বছরের ছোট্ট মেয়ে কিরণ। পরে এক নারীর সহযোগিতায় শিশুটির স্থান হয় করাচির ইধি সেন্টারে। সেখানেই কাটে তার দীর্ঘ ১৭ বছর। এত বছর পর কিরণ কীভাবে ফিরে পেল পরিবারকে? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…