ইতালির নিসেমিতে ভয়াবহ অবস্থা, এক বছরের সতর্কতা

ইতালির সিসিলি দ্বীপের নিসেমি শহরে ভয়াবহ ভূমিধসে তৈরি হয়েছে এক মানবিক ও ভূতাত্ত্বিক সংকট। ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে শুরু হওয়া এই ধসে কয়েক শ বাড়ি এখন খাদের কিনারে ঝুলছে। প্রাণহানি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে ১ হাজার ৫ শতাধিক বাসিন্দাকে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...