ল্যুনেবুর্গ

এক হাজার বছর পুরোনো এক হানসিয়াটিক শহর

ল্যুনেবুর্গ জার্মানির এক হাজার বছরের পুরোনো এক চমৎকার শহর। মধ্যযুগীয় পুরোনো শহরটিতে আছে অসংখ্য ইটের বাড়ি। এটি সমৃদ্ধ ইতিহাস, মধ্যযুগীয় স্থাপত্য ও সাদা সোনা নামে পরিচিত লবণ বাণিজ্যের জন্য বিখ্যাত। পাখির চোখ দিয়ে দেখুন দৃষ্টিনন্দন এই স্থাপনা।