একটা ছোট্ট ক্যাফে করাচির রাস্তায়—সাত্তার বক্স। প্রতিপক্ষ? বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কফি জায়ান্ট স্টারবাকস। ভাবতে পারেন, এই দুজনের মধ্যে আইনি লড়াই হলে কে জিতবে? আপনার ধারণা হতে পারে—স্টারবাকস। কিন্তু না, ১২ বছরের লড়াই শেষে জিতেছে করাচির সেই ছোট্ট ক্যাফেই—সাত্তার বক্স। কারা এই সাত্তার বক্স, কীভাবে এল আলোচনায়? বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে-