গ্রাহকদের ১০০টিরও বেশি সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করল এসিআই মোটরস | সোনালীকা সার্ভিস ক্যাম্পেইন

আধুনিক কৃষিতে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান এসিআই মটরস প্রতি বছরের মতো এবারও আয়োজন করে ‘সোনালীকা সার্ভিস ক্যাম্পেইন’। যার মূল উদ্দেশ্য হলো আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুত রাখা। ক্যাম্পেইনটির আওতায় বৃহস্পতিবার (২২ মে) রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘গ্র্যান্ড ডেলিভারি উৎসব’ আয়োজন করে এসিআই মটরস, যেখানে একক স্থান থেকে ১০০টিরও বেশি সোনালীকা ট্রাক্টর গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।

বিস্তারিত দেখুন ভিডিওতে...