বিজয়ীদের গল্পকথা | আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং সিজন–২

প্লেটের ক্যানভাসে খাবার উপস্থাপনার জাদুই হলো ‘আর্ট অব প্লেটিং’। নতুন প্রজন্মের প্লেটিং–শিল্পীদের অনুপ্রাণিত করতে দেশের প্রথম প্লেটিং রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং সিজন–২’। এ প্রতিযোগিতার বিজয়ী শীর্ষ ৫ জনকে নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন: বিজয়ীদের গল্পকথা।

অতিথি

১. মো. গোলাম রাব্বি, চ্যাম্পিয়ন (প্লেটিং মায়েস্ত্রো)

২. ইফ্ফাত জেরীন সরকার, ১ম রানারআপ (প্লেটিং আইকন)

৩. ডা. রওজাতুর রুম্মান, ২য় রানারআপ (প্লেটিং ম্যাভেরিক)

৪. হুমায়ুন কবির, ৪র্থ স্থানজয়ী (প্লেটিং মাস্টারমাইন্ড)

৫. নওশীন মুবাশশিরা রোদেলা, ৫ম স্থানজয়ী (প্লেটিং মাস্টারমাইন্ড)

উপস্থাপক

নীল হুরেজাহান