‘গাজায় কেবল ক্ষুধা নয়, সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রক্রিয়া দেখছি আমরা’

ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাবারসংকট অসহনীয় অবস্থায় পৌঁছেছে। উপত্যকাটিতে দুই বছরের কম বয়সী এক লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রগুলোকে ইসরায়েলের মারণকল বলছেন মানবাধিকারকর্মীরা