পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা কেন জরুরি? | প্রিয় অনন্যার পিরিয়ড–সচেতনতা : পর্ব–২

বিশ্বকে পিরিয়ডবান্ধব করে তুলতে খোলামেলা আলোচনা ও সঠিক তথ্যের গুরুত্ব নিয়ে 'প্রিয় অনন্যার পিরিয়ড–সচেতনতা' অনুষ্ঠানে কথা বলেছেন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ ও ডা. তানজিনা হোসেন। উপস্থাপনায় রুহাণী সালসাবিল।

দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। শেষে রয়েছে একটি কুইজ। ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে কমেন্ট বক্সে উত্তর লিখুন। সঠিক উত্তরদাতার মধ্যে থেকে ভাগ্যবান দুজন বিজয়ী পাবেন ফ্রেশ অনন্যার পক্ষ থেকে বিশেষ পুরস্কার।