প্রিয়জনের সঙ্গে রান্না করতে ভালোবাসেন চমক : সিঙ্গার | বেকো ঈদের রান্না : পর্ব-১৫

প্রথম আলো ডটকমের সহযোগিতায় ‘সিঙ্গার | বেকো ঈদের রান্না’য় জনপ্রিয় তারকা রুকাইয়া জাহান চমকের জন্য কোন রেসিপিটি তৈরি করলেন নুসরাত ইসলাম?

পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। শেষে রয়েছে একটি কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে ভাগ্যবান একজন বিজয়ী পাবেন সিঙ্গারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।

কুইজের উত্তর দিন কমেন্ট বক্সে।

*বিজয়ীর সঙ্গে যোগাযোগ করা হবে মেসেঞ্জারে। বিজয়ী নির্বাচন এবং ক্যাম্পেইন–বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।