২১ জুলাই ২০২৫। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে আছড়ে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর এফ–৭ বিজিআই যুদ্ধবিমান। আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকে আমাদের শিশুরা। এই মর্মান্তিক ঘটনা শুধু একটি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে নয়, বরং এ ঘটনা আমাদের নিরাপত্তাকাঠামো, যোগাযোগব্যবস্থা এবং মানবিক প্রতিক্রিয়ার দুর্বলতাগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। থাকছে মাইলস্টোন ট্র্যাজেডির আদ্যোপান্ত...