চোখের আলো না পেলেও অন্ধকারে হারিয়ে যাননি মিজানুর রহমান মিজান

অন্ধত্বের কারণে কোথাও কাজ পাওয়া সম্ভব ছিল না। পরিবার আর নিজের জন্য কিছু করার তাগিদে চেষ্টা করেও সফল হতে পারেননি। কিন্তু হাল ছাড়েননি মিজানুর রহমান মিজান। তাঁর এই হার না-মানা সফলতার গল্পে কীভাবে সঙ্গী ছিল বাংলালিংক? জানতে দেখুন ভিডিওটি…