কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অর্ধকিলোমিটার গেল ইজিবাইক

গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। ৩১ আগস্ট বেলা ১১টার দিকে আড়িখোলা রেলস্টেশনের কাছে চুয়ারিয়াখোলা রেলক্রসিং এলাকায় চলন্ত তিতাস কমিউটার ট্রেন একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রেনটি ইজিবাইকটিকে প্রায় অর্ধকিলোমিটার দূরে কাপাসিয়া রোডের কাটারপাড় পর্যন্ত টেনে নিয়ে যায়।