অনেকেই কটু কথা বললেও অন্ধকার থেকে আলোতে আনার পথ দেখাত না : শাজিম ইসলাম | কঠিন কিছুই না–৮

রংপুর সদর উপজেলার দেওরা গ্রামে জন্ম তাঁর। বিশ বছর বয়সে সঙ্গদোষে নেশার কবলে পড়েন। নেশার ঘোরে চারপাশের সবাইকে তুচ্ছ ভাবতেন, করতেন অবহেলা। কারও সঙ্গে বনিবনা হতো না। ফলে তাঁর পরিচিতরা এড়িয়ে চলায় নিজেকে খুব বদ্ধ জগতের মানুষ মনে হতো তাঁর। কিন্তু এর থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না।

শাজিম ইসলামের আলোর পথে ফিরে আসার গল্প জানতে দেখুন ভিডিওটি…

#বিজ্ঞাপন_বার্তা