৬ দশক ধরে জানাজা পড়া হতো যে মাঠে, সেখানে অফিস করতে চায় সিটি করপোরেশন

ময়মনসিংহ শহরের গোলকীবাড়ী এলাকার একটি স্থানে এলাকাবাসী জানাজা পড়েন প্রায় দীর্ঘ ছয় দশক ধরে। কিন্তু সেখানেই সিটি করপোরেশন ওয়ার্ড কাউন্সিলরের স্থায়ী কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ খবরে অসন্তোষ শুরু হয়েছে স্থানীয় লোকজনের মধ্যে। ৫ অক্টোবর বেলা ২টায় জানাজার স্থান বহাল রাখার দাবিতে সমাবেশও করেছেন তাঁরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—