Thank you for trying Sticky AMP!!

'করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী নিউজিল্যান্ড'

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, তাঁর দেশে করোনায় আক্রান্ত হয়েছে, কিন্তু শনাক্ত হয়নি— এমন একটি ঘটনাও নেই। নিউজিল্যান্ড এই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হয়েছে। আজ মধ্যরাতে দেশব্যাপী চালু থাকা লকডাউন কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। 

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, তাদের দেশ 'ভাইরাস নিমূর্ল করার' যে লক্ষ্য নিয়েছিল,
তা অর্জিত হয়েছে।
ব্লুমফিল্ড বলেন, তাঁদের দেশের একজন রোগীও যে নেই, বিষয়টি এমন নয়। কিন্তু এটি কোত্থেকে এসেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পেরেছেন। আজ সোমবার করোনা ভাইরাসে একজন নতুন ব্যক্তি শনাক্ত হয়েছে, একজনের মৃত্যুও হয়েছে।
নিউজিল্যান্ডে করোনাভাইরাসে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দেড় হাজরের কম। দেশটিতে আক্রান্ত ৮০ ভাগ রোগী এখন সুস্থ হয়ে উঠেছেন। করোনায় মারা গেছে ১৯ জন।