Thank you for trying Sticky AMP!!

ঝলমলে আলোয় বর্ষবরণ

বিদায় নিল আরও একটি বছর। জীবনের হিসেবে অতীত হলো ২০১৮। বরাবরের মতো নতুন বছরকে স্বাগত জানানোর অধীর অপেক্ষার ছিল বিশ্ব। নতুনের আবাহনে দেশে দেশে জমকালো, চোখ ধাঁধানো আয়োজনে মাতে বিশ্ববাসী। খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনের জন্য বিশ্বের বিভিন্ন শহরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেসব শহরে বড় ধরনের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার মধ্যে রয়েছে হংকং, টোকিও, মস্কো, প্যারিস, বার্লিন, লন্ডন ও এডিনবার্গ। এসব উৎসব ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। ছবিতে দেখা যাক বিশ্বের বিভিন্ন দেশের নববর্ষ উৎসব।

প্রতিবছরের মতো এবারও খ্রিষ্টীয় নববর্ষের শুরুটা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। এই শহরে এবার আতশবাজির জমকালো উৎসব হয়। সিডনির আকাশে ১২ মিনিট ধরে বাহারি রঙের চোখ ধাঁধানো আতশবাজি আর ঝলমলে আলো দেখতে ১৫ লাখের বেশি মানুষ বিভিন্ন সমুদ্র সৈকত ও পার্কে জড়ো হয়। সিডনির হারবার সেতু হয়ে ওঠে আলোর সেতু। ছবি: রয়টার্স
মালয়েশিয়ার কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার এলাকার আকাশে আতশবাজি উৎসব। দেখে মনে হয় রাতের আকাশে কেউ যেন রং ঢেলে দিয়েছে। ছবি: রয়টার্স
ঠিক রাত ১২টায় রাশিয়ার আকাশে ভেসে উঠে ২০১৯। ছবি: রয়টার্স
প্যারিসের আর্ক দ্য ত্রিয়ম্ফে আতশবাজির ঝলকানিও কম ছিল না। ছবি: রয়টার্স
থার্টি ফার্স্ট নাইটে বার্লিনের আকাশে আতশবাজির উৎসব। ছবি: রয়টার্স
নববর্ষের প্রথম প্রহরে বর্ণিল সাজে হংকংয়ের আকাশও। ছবি: রয়টার্স
নতুন বছর উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত ইরাকেও হয়েছে আলোকসজ্জা। ছবি: রয়টার্স
ব্যতিক্রমী আলোর সাজে সিঙ্গাপুর। ছবি: রয়টার্স
নববর্ষের উৎসবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আলোকসজ্জা। ছবি: রয়টার্স