Thank you for trying Sticky AMP!!

ট্রুডোর এবারের মন্ত্রিসভায় অর্ধেক নারী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ২৬ অক্টোবর শপথ নেয়। অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়। এবারের মন্ত্রিসভায় জাস্টিন ট্রুডো ছাড়া যে ৩৮ জন স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে ১৯ জনই নারী।

২০১৫ সাল থেকে ট্রুডো বলে আসছেন, তিনি কানাডায় নারী-পুরুষের লিঙ্গগত বৈষম্য দূর করবেন। নতুন মন্ত্রিসভায় তাঁর সেই কথার প্রতিফলন লক্ষণীয়।

ট্রুডোর মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন নারীরা। যেমন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে কাজ করবেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অনিতা আনন্দ।

লিঙ্গগত সমতার পাশাপাশি নতুন মন্ত্রিসভায় বিভিন্ন বর্ণ-গোত্রের সদস্যদের রাখা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ভিজিবল মাইনরিটি (যাদের গায়ের রং সাদা নয়) রয়েছেন আটজন। কানাডার মোট জনসংখ্যার ২২ শতাংশ ভিজিবল মাইনরিটি।

মন্ত্রিসভায় আছেন একজন আদিবাসী। কানাডার মোট জনসংখ্যার ৪ দশমিক ৯ শতাংশ আদিবাসী। ৩ জন মন্ত্রী নেওয়া হয়েছে এলজিবিটিকিউ২এস কমিউনিটি থেকে।

মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দুজন মুসলমান। তাঁরা হলেন ওমর আলগাবরা, যিনি সিরিয়ান বংশোদ্ভূত। অপরজন আফ্রিকান বংশোদ্ভূত আহমেদ হুসাইন।

ভারতীয়-পাঞ্জাবি বংশোদ্ভূত তিনজন মন্ত্রিসভায় রয়েছেন।

ট্রুডোর মন্ত্রিসভার তালিকা

প্রধানমন্ত্রী: জাস্টিন ট্রুডো
উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী: ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
স্বাস্থ্যমন্ত্রী: জিন-ইভেস ডুকলোস
পররাষ্ট্রমন্ত্রী: মেলানি জোলি
কৃষি ও কৃষিখাদ্যমন্ত্রী: মারি-ক্লদ বিবেউ
পরিবহনমন্ত্রী: ওমর আলগাবরা
প্রতিরক্ষামন্ত্রী: অনিতা আনন্দ
মানসিক স্বাস্থ্য, আসক্তি, স্বাস্থ্য সহযোগীমন্ত্রী: ক্যারোলিন বেনেট
জরুরি প্রস্তুতিবিষয়ক মন্ত্রী: বিল ব্লেয়ার
পর্যটন ও অর্থমন্ত্রী: র‌্যান্ডি বোয়সনল্ট
উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী: ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন

ট্রেজারি বোর্ড প্রেসিডেন্ট: মোনা ফোর্টিয়ার
অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্বমন্ত্রী: শন ফ্রেজার
পরিবার, শিশু ও সামাজিক উন্নয়নমন্ত্রী: কারিনা গোল্ড
পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী: স্টিভেন গিলবল্ট
আদিবাসী পরিষেবা ও উত্তর অন্টারিও ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থামন্ত্রী: প্যাটি হাজদু
হাউস অব কমন্সে সরকারের নেতা: মার্ক হল্যান্ড
আবাসন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমন্ত্রী: আহমেদ হুসেন
গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী: গুডি হাচিংস
নারী, লিঙ্গসমতা ও যুবমন্ত্রী: মার্সি আইন

দক্ষিণ অন্টারিও জন্য ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থামন্ত্রী: হেলেনা জ্যাকজেকের
সিনিয়র মন্ত্রী: কমল খেরা
বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল: ডেভিড ল্যামেটি
আন্তসরকার, অবকাঠামো ও সম্প্রদায়মন্ত্রী: ডমিনিক লেব্লাঙ্ক
জাতীয় রাজস্বমন্ত্রী: ডায়ান লেবুথিলিয়ার
ভেটেরান্স ও জাতীয় প্রতিরক্ষার সহযোগীমন্ত্রী: লরেন্স ম্যাকওলে
জননিরাপত্তামন্ত্রী: মার্কো মেন্ডিসিনো
ক্রাউন-আদিবাসী সম্পর্কমন্ত্রী: মার্ক মিলার
মৎস্য, মহাসাগর ও কানাডিয়ান কোস্ট গার্ড: জয়েস মারে

আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী: মেরি এনজি
শ্রমমন্ত্রী: রেগান জুনিয়র
সরকারি ভাষা ও আটলান্টিক কানাডা সুযোগ সংস্থামন্ত্রী: জিনেট পেটিটপাস টেলর
কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমন্ত্রী: কার্লা কোয়ালট্রো
কানাডিয়ান হেরিটেজ ও কুইবেক–বিষয়ক মন্ত্রী: লেফটেন্যান্ট পাবলো রদ্রিগেজ
আন্তর্জাতিক উন্নয়ন ও কানাডার প্যাসিফিক ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সিমন্ত্রী: হারজিত সজ্জন
ক্রীড়া ও কুইবেক প্যাস্কেল সেন্ট-ওঞ্জ অঞ্চলের জন্য কানাডার অর্থনৈতিক উন্নয়ন সংস্থামন্ত্রী: পাসকেল সেন্ট-অনগে
পাবলিক সার্ভিস ও প্রকিউরমেন্টমন্ত্রী: ফিলোমেনা তাসি
উত্তরবিষয়ক মন্ত্রী, কানাডিয়ান নর্দান ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী: ড্যান ভ্যান্ডাল
প্রাকৃতিক সম্পদমন্ত্রী: জনাথন উইলকিনসন